রোববার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে জাতীয় নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যক্তিত্বদের দুই সপ্তাহব্যাপী বার্ষিক ক্যাপস্টোন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কোর্সে সংসদ সদস্য, সচিব, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, পুলিশ, আর্থিক খাতের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শিল্পপতি, গণমাধ্যম ব্যক্তিসহ ৩৫ জন ফেলো অংশ নেন।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে একটি সমন্বিত ও সহযোগিতামূলক কাঠামো গঠনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা এবং উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
জেডআর/এমএ/