তার নাম সুভাষ চন্দ্র সাহা। বাড়ি মাগুরায়।
পুরো এজাহার হুবহু পড়তে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
জেডএম/
ঢাকা: জনগণের ধন-সম্পদ, জান-মালের পরোক্ষ রক্ষক তিনি। স্বচ্ছতার শিক্ষা দেন আমজনতাকে। কিন্তু হুট করেই তার গুপ্তধন খুঁজে পেলো ‘বেরসিক’ দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা গেলো, ওয়ান ব্যাংকের ঢাকা ও যশোরের তিন শাখায় ১৯টি ফিক্সড ডিপোজিট (এফডিআর) আছে তার ও তার সহধর্মিনীর নামে। সব মিলিয়ে ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার পাহাড়। আয়কর দাখিল ও রিটার্নেই বড় ফাঁকি। ধরা খেলেন তাতেই।
তার নাম সুভাষ চন্দ্র সাহা। বাড়ি মাগুরায়।
পুরো এজাহার হুবহু পড়তে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
জেডএম/