ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ঝিনাইদহে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ: ঝিনাইদহে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা হিসেবে বিনামূল্যে বিভিন্ন ধরনের সার এবং উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি।

বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।