শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি