শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শহিদুল ইসলাম উপজেলার জুগিন্দা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে সকাল সাড়ে আটটার দিকে ছোট ভাই সাইফুল ইসলামের সঙ্গে বড় ভাই শহিদুল ইসলামের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহিদুলকে কিল ঘুষি মারতে থাকেন সাইফুল।
এতে শহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ