ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ওই গ্রামের মৃত. ঝিলু মুন্সির স্ত্রী বৃদ্ধা আলেয়া বেগম।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, উপজেলার কুরমুনি মৌজায় ৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে আমি ভোগ-দখল করে আসছিলাম।

২০১৫ সালে চিতলমারীর হাসমত আলী গাজীর ছেলে লায়েকুজ্জামান গাজী ও মনিরুজ্জামান গাজী এবং মুনছুর মোল্লার ছেলে লিটন মোল্লাসহ কিছু লোক জমিটি দখল করার চেষ্টা করেন। এসময় তাদের বাধা দিলেও তারা জমিটি দখল করে নেন। পরে আমরা আদালতে মামলা দায়ের করি। এর পরিপ্রেক্ষিতে চিতলমারী সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক আমাদের কাগজপত্র পর্যালোচনা করে এ জমির উপর নিষেধাজ্ঞা জারি করেন। এরপর ২৪ অক্টোবর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লায়েকুজ্জামান গাজী, মনিরুজ্জামান গাজী ও লিটন মোল্লার নেতৃত্বে একদল জবর দখলকারী আমাদের জমিতে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। এতে বাধা দিলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেন। এ অবস্থায় অবিলম্বে জমিটি দখলমুক্ত করতে প্রশাসনের সহায়তা কামনা করেন আলেয়া বেগম।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বাংলানিজকে বলেন, জমি দখল করে ইমারত নির্মাণের বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।