অভিযোগ দাখিলের ক’দিন পরেই অভিযোগকারী একই প্রতিষ্ঠানের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মো. তাইজ উদ্দিন ক্ষোভ থেকেই অভিযোগ করেছিলেন বলে দাবি করেছেন।
কোম্পানির অভিযোগ ডিপার্টমেন্ট ম্যানেজার বরাবর এক লিখিত আবেদনে তিনি আগের করা অভিযোগটিও প্রত্যাহার করে নিয়েছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে গৌরীপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মো. তাইজ উদ্দিন লিখিতভাবে বাংলানিউজকে এ তথ্য জানান।
তাইজ উদ্দিন বলেন, চেক আত্মসাতের অভিযোগ ভুলবশত করা হয়েছিল। মূলত আমার পেনশনের ২৬ হাজার ১শ ৪৭ টাকা ৭৩ পয়সার চেকটি অন্য একটি অ্যাকাউন্টে ক্যাশ করা হয়েছে। এজেন্সি ম্যানেজার ও ইউনিট ম্যানেজারের বিরুদ্ধে রাগ ও ক্ষোভ থাকায় প্রতিশোধ নিতে আমিই এ অভিযোগ করেছিলাম। এখন ভূল বোঝাবুঝির অবসান হয়েছে।
ফলে কোম্পানির এজেন্সি ম্যানেজার ও ইউনিট ম্যানেজারের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি।
এর আগে গত বুধবার (১৮ অক্টোবর) বাংলানিউজে ‘মেটলাইফ ম্যানেজারের বিরুদ্ধে চেক আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর দু’পক্ষই বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছান।
এরপর লিখিত আবেদনের মধ্যে দিয়ে কোম্পানির ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মো. তাইজ উদ্দিন তার দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএএএম/এএ