ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফেলে যাওয়া আইডি কার্ডে চোর শনাক্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ফেলে যাওয়া আইডি কার্ডে চোর শনাক্ত 

লালমনিরহাট: চুরি করে নগদ টাকাসহ মালামাল নিয়ে চলে গেলেও ফেলে যাওয়া নিজের জাতীয় পরিচয়পত্রে চোর শনাক্ত হলেন সুজন বাসফোর (২৪)। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে লালমনিরহাটের বাউরা বাজারে মেসার্স হালিম ট্রেডার্স ও তবুল ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে।

চোরের ফেলে যাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, চোরের নাম সুজন বাসফোর (২৪)।

তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকার মৃত ভন্টুয়া বাসফোরের ছেলে। এতে তিনি চোর হিসেবে শনাক্ত হন।  

বাউরা বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন বাংলানিউজকে জনান, শুক্রবার (২৭অক্টোবর) সকালে দোকান খুলে ওই দুই দোকানের মালিক চুরির বিষয়টি নিশ্চিত হন। এরপর দোকানে একটি জাতীয় পরিচয়পত্র পেয়ে সেই অনুযায়ী চোর সুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে সুজন চুরির সত্যতা স্বীকার করেছেন।

বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল বাংলানিউজকে জানান, চোর সুজনকে জিজ্ঞসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।