বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে লালমনিরহাটের বাউরা বাজারে মেসার্স হালিম ট্রেডার্স ও তবুল ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে।
চোরের ফেলে যাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, চোরের নাম সুজন বাসফোর (২৪)।
বাউরা বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন বাংলানিউজকে জনান, শুক্রবার (২৭অক্টোবর) সকালে দোকান খুলে ওই দুই দোকানের মালিক চুরির বিষয়টি নিশ্চিত হন। এরপর দোকানে একটি জাতীয় পরিচয়পত্র পেয়ে সেই অনুযায়ী চোর সুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে সুজন চুরির সত্যতা স্বীকার করেছেন।
বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল বাংলানিউজকে জানান, চোর সুজনকে জিজ্ঞসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি/বিএস