শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার রাধানগর এলাকার লেবু-আনারস চাষি আব্দুল মতিন মিয়া এ অভিযোগ করেন।
তিনি জানান, সম্প্রতি ঢাকার এক নারীর কাছে ৯২ লাখ টাকায় একখণ্ড জমি বিক্রি করেন।
‘এ খবরে এলাকার প্রভাবশালী টুনু চৌধুরী আমার সঙ্গে দেখা করে ১০ লাখ টাকা হাওলাত হিসেবে দাবি করেন। আর এ টাকা দিতে অস্বীকৃতি জানালে একই এলাকায় ২০১৩ সালে উদয় সাঁওতাল নামে একব্যক্তির কাছ থেকে কেনা ১৫ শতাংশ জমি দখলের চেষ্টা করেন তিনি। ’
আব্দুল মতিন অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর দুপুরে রতিশ সাঁওতালের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী জমি দখলের চেষ্টা করে। ওইদিন সন্ধ্যার পরও সেখানে হামলা চালান কামাল মিয়া, হাবিব মিয়া, খলিল মিয়াসহ প্রায় অর্ধ শতাধিক সন্ত্রাসী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিষয়টি ওইদিনই তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, সাবেক মেম্বার শফিকুল ইসলাম লিটন ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুলকে অবহিত করা হয়।
রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে ছুটে যান ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়। এ সময় উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।
‘কিন্তু স্থানীয় চেয়ারম্যান বিয়ষটি সমাধানের উদ্যোগ নেওয়ার পরও উদয়ের ছেলে রতিশ সাঁওতালকে দিয়ে আদিবাসী পরিবার উচ্ছেদের অভিযোগে থানায় মিথ্যা হামলার অভিযোগ দিয়েছেন টুনু চৌধুরী,’ বলেন আব্দুল মতিন।
তবে যোগাযোগ করা হলে টুনু চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আব্দুল মতিনের সঙ্গে গত ২ বছর ধরে আমার কথা হয় না। টাকা চাইবো কেমনে?’
এক প্রশ্নের উত্তরে টুনু চৌধুরী বলেন, ওই এলাকায় আমার এক ভাগ্নি জামাইয়ের বাগান আছে, যা আমি দেখাভাল করি। সে সুবাদে সেখানে আমার যাতায়াত আছে। মতিন মিয়ার জায়গা বিক্রির বিষয়ে আমি কিছু জানি না।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বিবিবি/এমএ