শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার দোঁগাছী ইউনিয়নের ইশ্বরপুর পাহানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- ইশ্বরপুর গ্রামের ওমর আলী ও তার দুই ছেলে শফিকুল এবং নফিকুল।
ক্ষতিগ্রস্তরা জানায়, প্রায় ১০ বছর আগে একটি জমির মালিকানাকে কেন্দ্র করে নগেন গং বাদী হয়ে ইশ্বরপুরের ওমর আলীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি চলমান থাকা অবস্থায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার জন্য শুক্রবার ১১টায় একটি সালিশ বৈঠকের আয়োজন করেন ওমর আলী।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ-বৈঠকে তাদের যেতে দেরি হওয়ায় ওমর আলী, তার দুই ছেলে, দোঁগাছী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর আব্দুল মতিন ও ৬নং ওয়ার্ডের মেম্বর আফজাল হোসেনসহ ৫০/৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা অসংখ্য কলার গাছ কেটে ফেলে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। পরে খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ অভিযোগ অস্বীকার করে ওমর আলীসহ তার দুই ছেলে বাংলানিউজকে জানান, দুই পরিবারের পক্ষ থেকেই শুক্রবার সকালে সালিশে বসা হয়েছিল। কিন্তু তারা ঘটনাটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য নিজেরাই বাড়িতে অগ্নিসংযোগ করে তাদের মিথ্যা মামলায় জড়াচ্ছেন।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
টিএ/আরএ