ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশনে প্রবেশকালে শহরের দক্ষিণ আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার দেলোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিক তার বাড়ির পাশে রেল লাইনে বসে মোবাইলের সঙ্গে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এসময় ট্রেন আসার পরও তিনি টের না পাওয়ায় ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।