ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো রিজওয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো রিজওয়ানা বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো রিজওয়ানা

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে রিজওয়ানা আক্তার (১৪) নামে এক মেধাবী স্কুলছাত্রী। সে উপজেলার চুনারুঘাট পাইল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং দেওরগাছ ইউনিয়নের ১নং ওয়ার্ডের শহীদ মিয়ার মেয়ে।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী প্রস্তুতি চলাকালে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন।

ইউএনও ফারাবী বাংলানিউজকে বলেন, ওই বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে রিজওয়ানার রোল নম্বর ৭।

কিন্তু বেশকিছু দিন ধরে রিজওয়ানা বিদ্যালয়ে যাচ্ছিল না। পরে তার সহপাঠীরা জানতে পারে শুক্রবার দুপুরে চুনারুঘাটের এক ব্যবসায়ীর সঙ্গে তাকে বিয়ে দেয়া হচ্ছে।

এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। খবর পেয়ে ইউএনও এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা আক্তার বর আসার আগেই বিয়েটি বন্ধ করে দেন।

ইউএনও আরো বলেন, ভবিষ্যতে যাতে রিজওয়ানাকে বাল্য দিয়ে দেয়া না হয় সে ব্যাপারে তার বাবাকে বলা হয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার লেখাপড়ার বিষয়ে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।