শুক্রবার (২৭ অক্টোবর) সকালে কুমিল্লার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (বার্ড)-এর অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’র (ইউজিসি) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্টরা (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) অংশ নেন।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম শাহ নওয়াজ আলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর, বার্ডের মহাপরিচালক মওদুদুর রশীদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এনটি