ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ যুবদলের র‌্যালি ও আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ময়মনসিংহ যুবদলের র‌্যালি ও আলোচনা সভা যুবদলের র‌্যালি-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে  র‌্যালি ও আলোচনা সভা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর বিদ্যাময়ী স্কুল রোড এলাকায় দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক জগলুল হায়দারের নেতৃত্বে  র‌্যালি বের করে যুবদল। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়।

মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা জামান আবেদীন, সোহেল পাঠান, রুহুল আমীন, মোয়াজ্জেম, সাইফুল, সোহেল, আনিস, ফেরদৌস, জিয়া প্রমুখ।

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি শামছুল হক শামছুর সভাপতিত্বে আলোচনা সভা করেছে উত্তর জেলা যুবদল।

এ সময় বক্তব্য দেন-জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, হালুয়াঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আ. আজিজ খান, জেলা যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিক, আমিনুল ইসলাম মনি, ওয়াজুল হক বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।