শুক্রবার (২৭ অক্টোবর) দিনব্যাপী চলা কাউন্সিলের প্রথম অধিবেশনের উদ্বোধন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুণ্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ও ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কনক কান্তি দাস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস পাল। তিনি বক্তব্যে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় সংসদে এবং রাজনৈতিক দলে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিগত দিনে যেসব রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধি সংখ্যালঘুদের উপর অন্যায়-অত্যাচার, হামলা-মামলায় জড়িত, তাদেরকে ফের মনোনয়ন দেওয়া হলে আমরা ভোট বর্জন করবো এবং প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানদের এ ব্যাপারে সতর্ক হওয়ার আহবান জানানো হয়।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, সংগঠনিক সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন, সদস্য অশোক রঞ্জন কাপুড়িয়া, যশোর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত।
উপস্থিত ছিলেন, যশোর জেলা শাখার সহ-সভাপতি সন্তোষ দত্ত ও সুকুমার রায়, সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, তপন ঘোষ, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দে, সহ-সাংগঠনিক সম্পদাক প্রশান্ত ঘোষসহ যশোরের আট উপজেলা শাখার নেতারা।
অধিবেশনে জেলা ও উপজেলা নেতারা তাদের বক্তব্যে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা ভোটের মাধ্যমে সংগঠনের নেতা-নির্বাচন করতে চাই, এজন্য কোনো চাপানো কমিটি না দেওয়ার অনুরোধ জানান। সন্ধ্যায় প্রথম অধিবেশন শেষে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের ১১৭ জন কাউন্সিলর ভোটার তাদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
জেডএস