ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে ক্লাবের সদস্যরা লাল দল ও সবুজ দল নামে খেলায় অংশ দেন। প্রীতি এ ফুটবল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ পারভেজ রাজন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না ও বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু।

খেলা শেষে ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও ক্লাবের ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তরা রংপুর রিপোর্টার্স ক্লাবের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে রিপোর্টার্স ক্লাব রংপুরের ক্রীড়াঙ্গণের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আগামীদিনে আরো বেশি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

খেলায় ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদের সবুজ দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে সভাপতি আব্দুল হালিম আনছারীর লাল দলের খেলোয়াড়রা। বিশিষ্ট রেফারি বাদশা মিয়া খেলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।