ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
সোনাইমুড়ীতে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশিপুর বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মন্নারা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোবারক হোসেন (৩০), একই উপজেলার তেঁতিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে রুবেল হোসেন (২৬) ও নুরুল আমিনের ছেলে মাসুদ (৩০)।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা বাংলানিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।