এই দিন রংপুর জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং উদ্যোগে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর পুলিশ সুপার (এসিপ) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মহসিন আলী এনডিসি।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারু, রংপুরের জেলা প্রশাসক এবং কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির প্রধান পৃষ্ঠপোশক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির সদস্যরা, মহানগর কমিটির নেতারা, সদর উপজেলা কমিটির নেতারাসহ কয়েক হাজার কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধায় জেলা কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির আয়োজনে নগরীর পুলিশ কমিউনিটি সেন্টারে এই দিন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
ওএইচ/