ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় বোমা সদৃশ বস্তু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আশু‌লিয়ায় বোমা সদৃশ বস্তু আশু‌লিয়ায় বোমা সদৃশ বস্তু

আশু‌লিয়া, সাভার: আশু‌লিয়ার বাসাইদ এলাকায় বোমা সদৃশ বস্তু‌ ঘি‌রে রে‌খে‌ছে পু‌লিশ। খবর পেয়ে বোমা নিষ্ক্রীয়কারী দল (বোম্ব ডিস‌পোজাল টিম) আসছে ঘটনাস্থলে। 

আশু‌লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, বৃহস্প‌তিবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বাসাইদ এলাকার তোরাব আলীর বা‌ড়ির সাম‌নে ক‌য়েকটি শিশু খেলছিল। এসময় প‌রিত্যক্ত এক‌টি ব্যা‌গে বোমার মতো বস্তু দে‌খে তারা বাড়ির লোকজনকে  জানায়।

প‌রে তারা পুলিশে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোম্ব ডিস‌পোজাল টিম‌কে খবর দিয়েছি। ধারণা করা হ‌চ্ছে, ওই ব্যা‌গে ১৫-২০‌টি হাত বোমা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।