ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
করিমগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করিমগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে করিমগঞ্জ পৌর মডেল কলেজ চত্বরে এসব ধানের বীজ বিতরণ করা হয়। সেবামূলক সংগঠন এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন এসব ধানের বীজ বিতরণ করে।

জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ নেতা এরশাদ ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষকের হাতে ১০ কেজি করে ধানের বীজের বস্তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর স্বপন মাইজভান্ডারী, করিমগঞ্জ পৌর মডেল কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবু তাহের, সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজুর রহমান সরকার পল্টু, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার গোলাপ, সহ-সভাপতি প্রভাষক সারোয়ার হোসেন মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।