ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে শিশুকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
লক্ষ্মীপুরে শিশুকে মারধরের ঘটনায় মামলা, গ্রেফতার ২ পুলিশের হাতে গ্রেফতার জবিউল্লাহ ও কালু পাটোয়ারী, (ইনসেটে সোহেল)। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অসামাজিক কাজের অভিযোগ এনে চা দোকানের কর্মচারী শিশু সোহেলকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় মামলার আসামি জবিউল্লাহ ও কালু পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) রাতে সোহেলের মা আনোয়ারা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, শিশু শ্রমিককে মারধরের বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পর মামলা নেওয়া হয়েছে। দু'জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে দোকানদার বাবুলের বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে আসার সময় সোহেল প্রকৃতির ডাকে সাড়া দিতে পথিমধ্যে সুপারি বাগানে যায়।

এ সময় সোহেলকে স্থানীয় জবিউল্লাহ ও কালু পাটোয়ারী তাকে ধরে নিয়ে যায়। তাদের গরুর সঙ্গে অসামাজিক কাজ করার অভিযোগ এনে সোহেলকে গাছের সঙ্গে রশি দিয়ে কয়েক ঘণ্টা বেঁধে রাখা হয়। এ সময় তাকে থেমে থেমে লাঠিপেটা করা হয়। সোহেল সদরের কুশাখালী ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের শহিদুল হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।