ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের মুকুন্দী গাজীপুরা এলাকা থেকে হিরা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার শরীফের স্ত্রী। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) খবর পেয়ে পুলিশ নিহতের শ্বশুরবাড়ির ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
 
জানা গেছে, গত বছর উপজেলার জোকারদিয়া এলাকার কুদ্দুছের মেয়ের সঙ্গে মুকুন্দী গাজীপুরা এলাকার ওমর আলীর ছেলে শরীফের বিয়ে হয়।

হিরার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।