ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ইজিবাইক চাপায় শিশুর মত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
ফুলবাড়ীতে ইজিবাইক চাপায় শিশুর মত্যু

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় ব্যাটারি চা‌লিত ইজিবাইক চাপায় রা‌কিব (৪) না‌মে এক শিশুর মৃত্যু হয়ে‌ছে।

বৃহস্পতিবার (১৬ ন‌ভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী জকুরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রা‌কিব ওই এলাকার আজিত মিঞার ছে‌লে।

স্থানীয়রা জানায়, শিশু রা‌কিব খেল‌তে খেল‌তে বাড়ির সাম‌নের পাকা রাস্তায় উঠে পড়ে। এসময় ফুলবাড়ীগামী একটি ব্যাটারি চা‌লিত ইজিবাইক চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মডিকল কলজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে উন্নত চি‌কিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়ার পথে রাকিবের মত্যু হয়।

উপজলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সের আবাসিক চি‌কিৎসক (আরএমও) ডা. মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে‌ন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ন‌ভেম্বর ১৬, ২০১৭
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।