ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে ট্রাক চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
দেবিদ্বারে ট্রাক চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাক চাপায় মো. হাসান (১৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ভিংলাবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।  

হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের জাফর আহমেদের ছেলে ও মাদরাসা ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হাসান নামে ওই যুবক ভিংলাবাড়ি গ্রামে তার নানার বাড়িতে প্রায়ই বেড়াতে আসতেন। বেড়াতে এসে তিনি স্থানীয় মসজিদের জন্য পরিবহন ও যাত্রীদের কাছ থেকে চাঁদা তুলতেন। প্রতিবারে মতো বিকেলে চাঁদা তুলতে ওই এলাকায় গেলে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।