ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
বরুড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায়  চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোহাম্মদ পাটোয়ারি (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া  মোহাম্মদ পাটোয়ারি  উপজেলার পয়ালগাছা ইউনিয়নের মানিকসার গ্রামের মৃত. মক্রম আলীর ছেলে।

জানা যায়, বুধবার (১৫ নভেম্বর) বিকেলের দিকে চতুর্থ শ্রেণির ওই স্কুল ছাত্রী বাড়ির পাশের রাস্তায় এক আচার বিক্রেতার কাছ থেকে আচার কিনতে যায়। আচার বিক্রেতা লোহা, টিন, বোতলের বিনিময়ে আচার বিক্রি করে। এ সময় অভিযুক্ত পাটোয়ারি তার মালিকানাধীন মুরগি ফার্ম সংলগ্ন দক্ষিণ পাশে তার পরিত্যক্ত ঘরে বোতল আছে বলে মেয়েকে জানায়। মেয়েটি সেখানে গেলে পাটোয়ারি ঘরের  দরজা বন্ধ করে দিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ জানান, অভিযুক্ত ব্যক্তি ধর্ষণের চেষ্টা করেছে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।