ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ১ সন্ধ্যা নদী

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ও মালবাহী দুটি ট্রলারের সংঘর্ষে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ যাত্রী। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা দিকে বানারীপাড়ার কাছে সন্ধ্যা নদীতে ট্রলার দুটির সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী এক‌টি ট্রলার বানারীপাড়া ফেরিঘাট থেকে বাংলাবাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেক‌টি ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী ওই ট্রলার থেকে ১৩ যাত্রী নদীতে পড়ে যান।

এরপর সব যাত্রী ট্রলারে উঠতে পারলেও দুলাল চাটকি নামে এক যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।

বানারীপাড়া ফায়ার সা‌র্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা চলছে। সংঘর্ষে দু‌টি ট্রলারের কোনোটি ডুবে যায়‌নি বলেও জানান তিনি।  

বানারীপাড়া থানা পু‌লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সাজ্জাদ হোসেন জানান, ট্রলার দু‌টি আমাদের হেফাজতে রয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‌নিখোঁজ ব্যক্তির উদ্ধারে তৎপরতা জারি আছে বলেও জানান তিনি।

বাংলা‌দেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।