ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে চামড়া ব্যবসায়ী গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
হাজারীবাগে চামড়া ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর হাজারীবাগে মো. আবদুর রহমান (৩৮) নামে এক চামড়া ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) সাড়ে ৯টার দিকে হাজারিবাগ ট্যানারি মোর সংলগ্ন চৌধুরী ভিলার সামনে তিনি গুলিবিদ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা গুলিবিদ্ধ রহমান নিজেই বাংলানিউজকে জানান, হাজারীবাগ ট্যানারি মোর সনাতন ঘড় এলাকায় থাকেন তিনি।

পেশায় চামড়া ব্যবসায়ী। পুরার ঢাকায় তার ভাই ভাই লেদার স্টোর নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। রাতে ওই দোকান থেকে বাসায় ফেরার পথে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী পথরোধ করে তাকে গুলি করে সঙ্গে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। দাবি করে তিনি বলেন, সন্ত্রাসী সোলেমান গ্রুপকে চাদা না দেওয়ায় তাকে গুলি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ রহমান চিকিৎসাধীন আছেন। তার পিঠে গুলির আঘাত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।