ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় বাসচাপায় নারী নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
পাথরঘাটায় বাসচাপায় নারী নিহত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসচাপায় জাহানারা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। 

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজারের ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের মো. আলমের স্ত্রী।

কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল বাংলানিউজকে জানান, সকালে কাকচিড়া ব্রিজের ওপর চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী শতাব্দী পরিবহনের একটি বাস পথচারী জাহানারাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ ও মরদেহ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার পর পর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।