ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের মামলায় অ্যালায়েন্স চেয়ারম্যান পঙ্কজ রায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
দুদকের মামলায় অ্যালায়েন্স চেয়ারম্যান পঙ্কজ রায় গ্রেফতার পঙ্কজ রায়কে গ্রেফতার করে দুদকের কার্যালয়ে নেওয়া হয়েছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতির মামলায় শেয়ারবাজারের ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডি ১৩ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, হুণ্ডির মাধ্যমে ৮ কোটি টাকা অর্জনের অভিযোগে পঙ্কজ রায়ের বিরুদ্ধে রোববার (১৯ নভেম্বর) রমনা থানায় দুর্নীতির মামলাটি করে দুদক।

ওই মামলায় তাকে গ্রেফতার করেন দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে আভিযানিক দলের সদস্যরা।  

পঙ্কজ রায়কে গ্রেফতারে রোববার রাতেই তার বাসায় যান দুদকের কর্মকর্তারা। কিন্তু কেউ দরজা না খোলায় ঘেরাও করে বাসার সামনে ওঁৎ পেতে থাকেন তারা। সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার সময় গ্রেফতার করে পঙ্কজ রায়কে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসজে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।