ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
নোয়াখালীতে পিস্তল ও ইয়াবাসহ যুবক আটক

নোয়াখালী: নোয়াখালীতে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমন (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

রোববার (১৯ নভেম্বর) মধ্যরাতে নোয়াখালী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাইশ বাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। মো. রুমন ওই এলাকার নুর ইসলামের ছেলে।

সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া বাংলানিউজকে এসব তথ্য জানান।  

তিনি আরো জানান, রুমনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে সুধারাম থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।