ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পিরোজপুর: পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মিতু (৩) ও নাজমুল (২০) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার সুমন শেখের মেয়ে।নাজমুল শেখের বাড়ি নাজিরপুর উপজেলার চরখালী গ্রামে।  

পুলিশ জানায়, সোমবার সকাল আটটায় মিতু বাড়ির সামনের সড়ক পার হচ্ছিল। এ সময় একটি ট্রলি (ট্রাক্টর) তাকে চাপা দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সোমবার সকাল ১০টার দিকে নাজমুল শেখ পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া এলাকায় বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) মৃনাল এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলিটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।