ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ঈশ্বরদীতে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে জখম আহত জামাল হোসেন

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে আলোচিত যুবদল কর্মী মুরাদ হত্যার দ্বিতীয় সাক্ষী জামাল হোসেনকে (৩৫) প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে আসামিপক্ষের লোকজন।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী শহরের লোকসেড টাঙ্কির মোড়ে এ ঘটনা ঘটে। আহত জামাল ঈশ্বরদী পৌর এলাকার নুর মহল্লার মুনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই বছর আগে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী মুরাদ খুন হয়। মামলাটি আদালতে বিচারাধীন। ওই মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে বিএনপি কর্মী জামাল হোসেনের নাম রয়েছে। সোমবার সকালে ব্যবসা সংক্রান্ত কাজে জামাল টাঙ্কির মোড়ে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছেরু, গুল্লি পারভেজ, রাজিব ধারালো অস্ত্র রামদা, চাপাতি নিয়ে হত্যার উদ্দেশে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় জামাল প্রাণ বাঁচানোর জন্যে দৌড়ে পালিয়ে বিহারী বাজার এলাকায় পৌঁছায়। এসময় জামালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, এখনো থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।