ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জের প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টার হেল্পডেস্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
কেরানীগঞ্জের প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টার হেল্পডেস্ক কেরানীগঞ্জের প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টার হেল্পডেস্ক

কেরানীগঞ্জ (ঢাকা):  কেরানীগঞ্জের যারা বিদেশে বসবাস করছেন, তাদের জন্য ২৪ ঘণ্টার হেল্পডেস্ক চালু করেছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ। 

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ তার কার্যালয় থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, হেল্পডেস্কের মাধ্যমে প্রবাসী ভাই-বোনেরা বিভিন্ন অভিযোগ ও পরামর্শ দিতে পারবে।

এজন্য একটি মোবাইল ফোন নম্বর (01753443318) ও ই-মেইল (shahinahmed450@gmail.com) চালু করা হয়েছে। সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা এ মোবাইল ফোন নম্বর ও ই-মেইল আইডির মাধ্যমে সেবা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।