ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের বারসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের বারসহ আটক ৩ ৭৪ পিস স্বর্ণের বারসহ আটক ৩

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি স্বর্ণসহ ৩ জনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। 

রোববার (১৮ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) সাইদুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন, ইব্রাহীম, মহসীন, রেকনুজ্জামান।


 
সাইদুল ইসলাম জানান, রাতে ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রাম হয়ে তারা ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাশি চালিয়ে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। চট্টগ্রাম থেকে আসা যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩.৫৯ কেজি, মহসীনের কাছ থেকে ১.৯৯ কেজি এবং রোকনুজ্জামানের কাছ থেকে ১.৭৯ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৭ কেজি ৩৭০ গ্রাম স্বর্ণবার জব্দ করা হয়েছে।  

সাইদুল আরও জানান, যাত্রীদের বহনকৃত ট্রলি ব্যাগের হাতলের পাইপের ভেতর লুকানো অবস্থায় থেকে ৭৪ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।