ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আদিতমারীতে ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রলি উল্টে বাবুল মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বাবুল মিয়া আদিতমারী রেল স্টেশন স্টোরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, উপজেলার সারপুকুর মিলন বাজার থেকে কাজ শেষে ট্রলিতে করে বাড়ি ফিরছিলেন বাবুল মিয়া। এ সময় ট্রলিটি আদিতমারী বড়াবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন ট্রলি শ্রমিক বাবুল।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।