ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সখীপুরে পরিচ্ছন্নকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
সখীপুরে পরিচ্ছন্নকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর টাঙ্গাইলের সখীপুরে ফজলু মিয়া (৫০) নামে এক পরিচ্ছন্নকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে সখীপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফজলু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সুতী গ্রামের বাসিন্দা।

তিনি সখীপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ফরহাদ পীরের বাসায় ভাড়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৮ জানুয়ারি (সোমবার) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ফজলু। শনিবার বিকেলে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ রের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।