সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রিমনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দগ্ধ হুমায়ুনের শরীরের ৩২ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা গুরুতর।
নিহত রিমনের সহকর্মী সাগর জানান, দুপুরে সুগার মিলে কয়েকজন শ্রমিক নতুন একটি মেশিন ফিটিং করছিল। এসময় পাশের একটি খালি কেমিক্যালের ড্রামের উপর দাঁড়িয়ে ছিল রিমন। ড্রিল মেশিন দিয়ে ড্রামটি ছিদ্র করার সময় আগুন ধরে যায়। এতে তারা দুজন দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হলে রিমনের মৃত্যু। দগ্ধ হুমায়ুন হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রিমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এজেডএস/আরআইএস/