ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শহীদদের স্মৃতিবিজড়িত আমলতী গেটে হকার নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
শহীদদের স্মৃতিবিজড়িত আমলতী গেটে হকার নয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন

ঢাকা: অমর একুশের শহীদ সালাম-জব্বারের স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন আমতলী গেট এলাকায় আর হকার বসবে না বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে জরুরি বিভাগের আমতলী গেট পরিদর্শন করেন তিনি।  

এসময় হকারদের উদ্দেশে তিনি বলেন, এই স্মৃতি বিজড়িত আমতলী গেট সম্পর্কে আপনারা জানেন।

আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষার জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন তারা এই গেটের নীচেই প্রাণ দিয়েছিলেন। তাই এই স্মৃতিবিজড়িত গেটে আপনারা আর দোকান বসাবেন না।

পরিচালকের সঙ্গে থাকা অন্য কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন, গেটটিকে দ্রুত ধুয়ে-মুছে রং করার।

এক প্রশ্নের জবাবে তিনি বাংলানিউজকে বলেন, মেডিকেলের পক্ষ থেকে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে স্থানটিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য।

প্রায় সারা বছর গেটটি থাকে হকারদের দখলে। শুধু একুশে ফেব্রুয়ারি এলেই চলে ধোয়া-মোছা।

ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ এবার উদ্যোগ নিয়েছে শহীদদের স্মৃতিবিজড়িত আমতলী গেট হকারমুক্ত করে রক্ষণাবেক্ষণ করার।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।