সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডেমরার সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইলা ডেমরার আইডিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ও চাপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার গোয়ালবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
নিহত স্কুলছাত্রীর মা আসমিয়া আক্তার জানান, সন্ধ্যার আগে স্কুল থেকে বাসায় ফিরে জামা-কাপড় পরিবর্তন করার জন্য রুমের দরজা বন্ধ করে ইলা। মাগরিবের নামাজ শেষে ইলাকে দরজা খুলতে বললে ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ইলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এজেডএস/আরআইএস/