ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা নিহত শরিফ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে পূর্ব শত্রুতার জেরে শরিফ হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। একই সময় রুহুল আমিন নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সাভার মধ্য ভাটপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শরিফ ময়মনসিংহের গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে ও আহত রুহুল নেত্রকোনার আব্দুল গফুরের ছেলে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, সাভারের একটি জুতার কারখানায় কাজ করতেন শরিফ ও রুহুল। সন্ধ্যা পর সাভার বাড্ডা স্কুলের সামনে তারা গেলে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতপরিচয়ের কয়েকজন যুবক তাদের কুপিয়ে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন ও রুহুলকে হাসপাতালের আইসিওতে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।