ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইউএস-বাংলাও পাঠাচ্ছে মেডিকেল টিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ইউএস-বাংলাও পাঠাচ্ছে মেডিকেল টিম প্লেন দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইউএস-বাংলার জিএম কামরুল ইসলাম

ঢাকা: আগামী দুইদিনের মধ্যে নেপালে সাত সদস্যের মেডিকেল টিম পাঠাবে ইউএস-বাংলা। এরইমধ্যে সরকারের পক্ষ থেকে সাত সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এরইমধ্যে আমাদের টিমের দুই সদস্য নেপাল অবস্থান করছেন। আগামী দুইদিনের মধ্যে আরও পাঁচজনকে সেখানে পাঠানো হবে।

প্রতিষ্ঠানটির এ মুখপাত্র বলেন, এটি একটি দুর্ঘটনা। এখন পর্যন্ত আমরা ৩৬ হাজার ফ্লাইট পরিচালনা করেছি। আমরা একটা বিশ্বস্ততার জায়গায় পৌঁছেছি। আগের মতোই আমাদের নিরাপত্তা ইস্যু বজায় থাকবে।  

আরও পড়ুন> ‘বিভ্রান্তি ছড়াবেন না, দেশীয় এয়ারলাইন্সের পাশে দাঁড়ান’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ থেকে সাত সদস্যের একটি মেডিকেল টিম নেপাল যাচ্ছে বৃহস্পতিবার (১৫ মার্চ)। ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের দেখতে এবং তাদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দলটি সেখানে যাচ্ছে।

বুধবার (১৪ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. সামন্তলাল সেন বলেন, ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তিন জন, নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দুইজন ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) দুইজনসহ মোট সাতজনের একটি মেডিকেল টিম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে।

টিমের অন্য সদস্যরা হলেন- বার্ন ইউনিটের ডা. হোসেন ইমাম, ডা. মনসুর রহমান, জাতীয় অর্থপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) ডা. মুশফিকুর রহমান লিটন, ডা. রিয়াদ মজিদ, ঢামেক হাসপাতালের ফেরদৌস রহমান ও ডা. আব্দুল্লাহ আল মামুন।

প্রধানমন্ত্রীর নির্দেশে কাঠমান্ডু যাচ্ছে মেডিকেল টিম

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।