বুধবার (১৪ মার্চ) বিকেলে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে এ শপথ নেন জেলাবাসী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ মাদক মুক্ত জেলা হিসেবে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে শপথ বাক্য পাঠ করান।
জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে মাদক মুক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দীন আহমেদ বলেন, দেশের জনসংখ্যার শতকরা সোয়া চার ভাগ লোক অর্থাত ৭০ লাখ মানুষ মাদকে আক্রান্ত। আমাদের তরুণ সমাজ মাদকের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। বাংলাদেশ প্রথম রাজধানী মেহেরপুর থেকেই মাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই। এই যুদ্ধ জয় করতে হলে জেলাবাসীর সকলের সহযোগিতা লাগবে। তাই আমরা মাদক মুক্ত জেলা গড়ার লক্ষে শপথ গ্রহণ করি। এসময় তিনি সমাবেশে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ।
বাংলাদেশম সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এনটি