ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে হত্যা ও বিস্ফোরক মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
শিবগঞ্জে হত্যা ও বিস্ফোরক মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হত্যা, বিস্ফোরক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলার আসামি আনারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার রাণীবাড়ি চাঁদপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আনারুল ইসলাম উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী সাহেব গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর বাজারে অভিযান চালিয়ে আনারুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও নওগাঁর পত্মীতলা থানায় ছিনতাইসহ পৃথক দুটি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা, বিস্ফোরক, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।