ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
বুড়িচংয়ে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু দুর্ঘটনা কবলিত ব্যাটারিচালিত অটোরিকশা/ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. আল-আমিন নামে আট বছরের এক শিশু মৃত্যু হয়েছে।

আল আমিন উপজেলার শাহদৌলতপুর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে ও দক্ষিণ শাহদৌলতপুর ইকরা স্কুলের নার্সারির ছাত্র ছিলো।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং সাহেবের বাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার মা রোকসানা আক্তারের সঙ্গে মামা বিল্লাল হোসেনের দোকানে যাওয়ার জন্য বের হয়। এ সময় রাস্তা পারাপার হওয়ার সময় শিশুটি দৌড় দিলে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয় শিশুটিকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন জানান, ঘটনাস্থলে যাওয়ার পর শিশুটি মরদেহ এবং গাড়ি কোনোটাকেই পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।