ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কোটবাড়িতে দুঘর্টনার কবলে অতিরিক্ত আইজিপির গাড়ি, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
কোটবাড়িতে দুঘর্টনার কবলে অতিরিক্ত আইজিপির গাড়ি, আহত ২

কুমিল্লা: কুমিল্লার কোটবাড়ি এলাকায় দুঘর্টনার কবলে পড়েছে পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান গাড়ি। এতে অতিরিক্ত আইজিপির গাড়ি চালক ও বডিগার্ড আহত হয়েছেন। তবে অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান অক্ষত আছেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি সড়কে এ দুঘর্টনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব বাংলানিউজকে জানান, স্যারের গাড়িটি ঢাকামুখী ছিলো।

এমন সময় পাশ থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে এ দুঘর্টনা ঘটে। এতে স্যারের চালক ও বডিগার্ড আহত হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।