ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের তফসিল বাতিলের রায় স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুন ৬, ২০১০

ঢাকা: মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনের তফসিল বাতিল করতে হাইকোর্টের দেওয়া রায় এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে লিভ টু আপিল দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে।



রাষ্ট্রপ ও মুক্তিযোদ্ধা সংসদের আবেদনের ওপর শুনানির পর চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের আদালত আজ বুধবার এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচন হওয়ার কথা।

২৫ এপ্রিল তফসিলের বৈধতা চ্যালেঞ্চ করে মুক্তিযোদ্ধা মো. ইউসুফ ও চৌধুরী শাহাবুদ্দীন হাইকোর্টে রিট করেন।

ওই দিনই শুনানি শেষে নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট মুক্তিযোদ্ধা সংসদের প্রতি রুল জারি এবং সেই সঙ্গে নির্বাচন স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট।

গত ২৬ মে বুধবার চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা করেন।

হাইকোর্টের এই রায় স্থগিত করার জন্য গত ৩০ মে রোববার রাষ্ট্রপ ও মুক্তিযোদ্ধা সংসদ আপিল বিভাগে আবেদন করে।

আজ ওই আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায় স্থগিত ঘোষণা করেন আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আবদুল মতিন খসরু। রিট আবেদনকারীদের পে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান।

বাংলাদেশ সময় ১৯১৩ ঘণ্টা, জুন ২ ২০১০
জেএ/এমএমকে.জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।