ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে জাপার সাবেক এমপিসহ ৬ নেতার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
নাটোরে জাপার সাবেক এমপিসহ ৬ নেতার বিরুদ্ধে মামলা সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ তালহা। ফাইল ফটো

নাটোর: চাঁদাবাজি ও ভাংচুরের অভিযোগ এনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ তালহাসহ জাতীয় পার্টির (জাপা) ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে নাটোরের বাগাতিপাড়া আমলি আদালতে মামলাটি দায়ের করেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান।
 
এসময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি, তদন্ত) নির্দেশ দেন।


 
মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল গণি, আব্দুল খালেক, মো. বাবলু, রাশিদুল ইসলাম ও আব্দুল কুদ্দুস। তালহা এমপি থাকাকালে এ আসামিরা বিভিন্ন দলীয় পদে ছিলেন।
 
মামলার বাদীপক্ষের আইনজীবী আলেক উদ্দীন শেখ বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এম এ তালহা মনোনয়ন বঞ্চিত হলে আসামিরা বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের তিন লাখ ৩৪ হাজার ২৫০ টাকার আসবাবপত্র দখলে নেন। চলতি মাসের ২৩ তারিখ বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান আসবাবপত্রগুলো ফেরত চাইলে আসামিরা বন্দুক দেখিয়ে বাদীকে ভয় দেখান এবং সেগুলো ফেরত পেতে হলে তাদের এক লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।