মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যুবায়ের এ কারাদণ্ড দেন।
পারুল বেগম সিংগাইর উপজেলার সিরাজপুর বাজার এলাকার মজর আলী মজার স্ত্রী।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সিরাজপুর বাজারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে গাঁজা বিক্রি করে আসছিলেন পারুল বেগম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
কেএসএইচ/এমএ