মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। সাব্বির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গা পুশকুরনি গ্রামের আ. মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাংলাদেশি নাগরিক সাব্বির দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে অবৈধভাবে ইউএস ডলারসহ দেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসার পরপরই তাকে আটক করে বিজিবি। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার ২শ’ ইউএস ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৪ লাখ টাকা) জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস