ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গার দর্শনায় ইউএস ডলারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
চুয়াডাঙ্গার দর্শনায় ইউএস ডলারসহ আটক ১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর চেকপোস্ট থেকে ১৭ হাজার ২শ’ ইউএস ডলারসহ হোসেন মোহাম্মদ সাব্বির (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। সাব্বির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গা পুশকুরনি গ্রামের আ. মালেকের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাংলাদেশি নাগরিক সাব্বির দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে অবৈধভাবে ইউএস ডলারসহ দেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসার পরপরই তাকে আটক করে বিজিবি। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার ২শ’ ইউএস ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৪ লাখ টাকা) জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।