মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, রাতে ময়মনসিংহ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ৪ বাসযাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা অজ্ঞাত এক যাত্রীর মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার কারণে একটি লেন বন্ধ হওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিকে রেকার দিয়ে সরানোর কাজ চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০০৭ ঘন্টা, আগস্ট ২৯, ২০১৮
এএটি