যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হলেও চরম ভোগান্তিতে পড়েছে উভয় ঘাট এলাকায় পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় থাকা সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকেরা।
বুধবার (২৯ আগস্ট) সকাল সোয়া ৯টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাট এলাকায় পারাপারের জন্য ছয় শতাধিক ট্রাক অপেক্ষামাণ রয়েছে বলে বাংলানিউজকে জানান ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম বাংলানিউজকে জানান, ভোরে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির বেশ চাপ ছিলো। যে কারণে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়। পরে সকাল ৭ টার দিকে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ কমে গেলে ট্রাক পারাপার শুরু হয়।
দীর্ঘ সময় ট্রাক পারাপার বন্ধ থাকায় অপেক্ষামাণ পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ হয়েছে। সবশেষ দৌলতদিয়া-ফেরিঘাট এলাকায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৮ টি ফেরি চলাচল করছে। কিন্তু যানবাহনের চাপ খুব বেশি।
অপরদিকে নদীতেও প্রচণ্ড স্রোত রয়েছে। যে কারণে প্রায়ই ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন জমে যায়। সবশেষ পাটুরিয়া-ফেরিঘাট এলাকায় ৪০ থেকে ৫০টি যাত্রীবাহী বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
কেএসএইচ/ওএইচ/